বাবা-মেয়েকে পিটিয়ে জখম পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, একই এলাকার গোলাম কাদেরের ছেলে আবুল কাশেম (৭০), তার মেয়ে আবিয়া খাতুন (৩০)।

আহত আবুল কাশেমের মেয়ে রোকেয়া বেগম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবা আবুল কাশেমের উপর হামলা চালায় একই এলাকার মৌলভী সাবের, তার ছেলে মোস্তাকিম, তার ভাই নবীর হোসেন ও জাকের হোসেন। এ সময় তাকে উদ্ধার করতে গেলে আমার বোন আবিয়া খাতুনকেও মারধর করা হয়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করা হয়েছে। আমার বোন-ও বাবাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ‘এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!