বাবার পর তিন শিশুও করোনায় আক্রান্ত

কক্সবাজার জেলায় পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কক্সবাজারে এতদিন যুবক ও বয়স্করা করোনায় আক্রান্ত হলেও বুধবার জেলায় প্রথম একদিনে তিন কোমল শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত তিন শিশুই উখিয়ার একই পরিবারের এবং তাদের বয়স ৬ বছর, ১১ বছর ও ১৪ বছর।

বুধবার (১৩ মে) বিকেলে কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এর ফলে জেলায় এই প্রথম একই পরিবারের ৪ জন এবং তিন শিশুর শরীরে করোনো ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলল।

করোনায় আক্রান্ত্ররা উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের বাসিন্দা এবং তাদের পিতাও করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসকরা জানান- হতভাগা তিন শিশু পিতার মাধ্যমেই আক্রান্ত হয়েছে। উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া একই পরিবারের ৩ শিশু করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি জানান-ওই তিন শিশু বর্তমানে হোম আইসোলেশনে ভাল আছেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!