বান্দরবান পর্যটন মোটেলে সীলগালা

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান পর্যটন এলাকায়, মেঘলা পর্যটন মোটেল টিকে সীলগালা করেন কাস্টমস-একসাইজ এন্ড ভেট বিভাগীয় প্রিভেনটিফ টিম। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

img_1864

মোটেল পর্যটন কর্তৃপক্ষ পরিশোধ না করা অবধি পর্যটন মোটেলটি সীলগালা থাকবে বলে জানা যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পর্যটন মোটেলটি মোহাম্মদ হুমায়ুন কবির নামে এক ব্যাক্তি সরকারের কাছ থেকে ইজারা নেয় ২০০৪ সালে। ২০০৯ সাল থেকে সরকারের কাছে ভ্যাট বকেয়া রয়েছে ৩৩ লক্ষ ৬৩ হাজার ৫৪৮ টাকা।
পর্যটন মোটেলের ম্যানাজার সাইফুল জানান, গতকাল বিভাগীয় প্রিভেনটিফ টিম এসে মোটেলটি কে সীলগালা করেন। আমরা ৩ লক্ষ টাকা পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার ইয়াসমিন বেগম বলেন, বান্দরবান পর্যটন মোটেল কর্তৃপক্ষ ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৩৩ লক্ষ ৬৩ হাজার ৫৪৮ টাকা বকেয়া রয়েছে। মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ৫৬ ধারা অনুযায়ী বান্দরবান পর্যটন মোটেলটি কে সীলগালা করা হয়।

 

এখনো পর্যন্ত পর্যটন মোটেল  কর্তৃপক্ষ ৩ লক্ষ টাকা পরিশোধ করেছে । বাকী ৩০ লক্ষ ৬৩ হাজার ৫৪৮ টাকা এখনো পরিশোধ করা হয়নি। যদি বাকি টাকা গুলো পরিশোধ করে তাহলে সীলগালা খুলে দেওয়া হবে বলে জানান।

 

জসাইউ মার্মা, বান্দরবান প্রতিনিধি

এ এস / জি এম এম এম / আর এস পি :::

 

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!