বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলাবিরােধী কার্যকলাপে জড়িত থাকার অভিযােগে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হােসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানাে হয়।

বহিষ্কৃতরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সদস্যসচিব ফারুক আহমেদ ফাহিম, ৩নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার সদস্য মােহাম্মদ সােহাগ, রিমন, মুন্না, ভাণ্ডারী, মাে. সােহেল, মােহাম্মদ আলভি, মােহাম্মদ হেলাল, মােহাম্মদ ফিরােজ, বেলাল ও বাপ্পি।

সংগঠনের সভাপতি সাদেক হােসেন চৌধুরী জানান, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সংগঠনবিরােধী কার্যকলাপের অভিযােগ ছিল। এছাড়া জেলা আওয়ামী লীগের বৈঠকেও এসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযােগ উঠে। দলীয় সিদ্ধান্তক্রমে ১২ নেতাকর্মীকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি বান্দরবানের পর্যটন কেন্দ্র নীলাচলে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক আহমেদ ফাহিমের নেতৃত্বে নেতাকর্মীরা ঠিকাদারসহ বেশ কয়েকজনের উপর হামলা করে। ওই ঘটনায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের উপর ক্ষুব্ধ হয়। তবে বহিষ্কৃত নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে আনীত অভিযােগ অস্বীকার করেছে।

বহিষ্কৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক আহমেদ ফাহিম বলেন, নীলাচলে পরিবার-পরিজন নিয়ে বেড়ানাের আমার বোনকে কয়েকজন কটূক্তি করলে ঠিকাদারসহ কয়েকজন শ্রমিকের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!