বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আহত ইউপি সদস্যের মৃত্যু

বান্দরবানের জামছড়িমুখ পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য উ চ থোয়াই মারমার (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু। তিনি বলেন, ‌‌‌‌‌কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে নিয়ে এসেছিল তার স্বজনরা।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা জানান, গত ২২ ফেব্রুয়ারি ইউপি মেম্বারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা (৬০)সহ আরও ৫ জন। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে এক আওয়ামী নেতাসহ দুইজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় ৫ জন। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ ও স্থানীয়রা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‌‘যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত তাদের আটক করার চেষ্টা করছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে পুলিশ আটক করতে পারেনি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!