বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী গঙ্গা পুজা ও মহাবারুণী স্নান উৎসব শুরু হয়েছে।

বুধবার সূর্যোদয়ের পর থেকেই বান্দরবানে সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ স্নানোৎসব শুরু হয়। প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে আর্শীবাদ সংঘ ।

আয়োজকরা জানান, চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান করে আসছেন।

গতকাল সকালে বান্দরবানের সাঙ্গু নদীতে বিভিন্ন স্নানের জন্য বিভিন্ন বয়সের নারী পুরুষ নদীর তীরে ভীড় জমান । আর গতকাল রাতে নদীর তীরে জ্বালানো হয় হাজার প্রদীপ এবং করা হয় গঙ্গা আরতি ।

এদিকে গঙ্গা স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্যলাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চণা করেন বিভিন্ন বয়সের নারী পুরুষ । বৃহস্পতিবার প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এ উৎসবের ইতি টানা হবে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!