বান্দরবানে পপি ক্ষেতের সন্ধান, ধ্বংসে চলছে অভিযান

বান্দরবানের রুমা উপজেলার গহীন অরণ্যে পপি ক্ষেতের সন্ধান পাওয়া গেছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে এই কয়েকটি ক্ষেত ধ্বংসে অভিযান চলছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব-৭।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েলে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার রুমা থানাধীন কেওক্রাডংয়ের আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার কয়েকটি স্থানে বিস্তীর্ণ এলাকাজুড়ে পপি ক্ষেতের সন্ধান পায় র‍্যাব-৭। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।

বান্দরবানে পপি ক্ষেতের সন্ধান, ধ্বংসে চলছে অভিযান 1

প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় অনেকে পাহাড়ে জুম চাষের পরিবর্তে নিষিদ্ধ পপি চাষ করে থাকেন। পপি ফল থেকে আফিম পাওয়া যায়। প্রতিবছর পাহাড়ের পপি ক্ষেত ধ্বংস করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।

এএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!