বান্দরবানে কমিউনিটি পুলিশিং আলোচন সভা অনুষ্ঠিত

বান্দরবান কমিউনিটি পুলিশিং র‌্যালি আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট সভা কক্ষে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিক উল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, পুলিশ জনতা -জনতা পুলিশ। কমিউনিটি পুলিশিং হচ্ছে গ্রাম,মহল্লা,পাড়া জনগনের  সাথে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা।
প্রধান অতিথি পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রি  বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বান্দরবান হচ্ছে সম্প্রীতির বান্দরবান। প্রায় সময় শহরে বিভিন্ন স্থানে অপ্রীতিকর গুচ্ছ ঘটনা ঘটে, যা মামলা আমলে নেয়া যায় না। এসব ছোট ঘটনাগুলো কমিউনিটি পুলিশিং দ্বারা সমাধান করা সম্ভব। পুলিশ জনগণের বদ্ধু,এই বিশ্বাস যাতে জনগণের মধ্যে আস্থাভাজন থাকে । আমাদের দেশে পুলিশে সংখ্যা এতই কম, ১ হাজার ৪শ জনের মধ্যে ১জন পুলিশ দ্বারা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়,এজন্য কমিউনিটি পুলিশিং দরকার।
প্রধান অতিথি আরো বলেন, এই সরকার জঙ্গি,সন্ত্রাস প্রশয় দেয় না। গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্ট  জঙ্গি হামলা যারা করেছে তাদেরকে দেশ জাতি হিংসা করে। হিংসা করে বলেই এখন ও বেওয়ারিশ লাশ  পরে আছে। পুলিশ কে আরো জনগণের প্রতি বদ্ধু সুলভ আচরণ দেখাতে হবে, যাতে আস্থাঅর্জন করা যায়।
আরো উপস্থিত ছিলেন, ক্যশৈহ্লা চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,দিলিপ কুমার বণিক বান্দরবান জেলা প্রশাসক,রঞ্জিত কুমার রায় বান্দরবান পুলিশ সুপার,মোহাম্মদ ইসলাম বেবী, মেয়র বান্দরবান পৌরসভা, লক্ষী পদ দাশ ,আব্দুল কুদ্দুস উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান, মো: শফিকুল রহমান আঞ্চলিক পরিষদ সদস্য,ক্যসিংশৈ,এমে,বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলার বৃন্দ  প্রমুখ।

 

জসাইউ মার্মা,বান্দরবান প্রতিনিধি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!