বান্দরবানের রোয়াংছড়িতে ৮ দোকান ও বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের রোয়াংছড়ি বাজারে আগুনে ৮টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে লানিংপ্রু মারমার বসতঘর, মো. রাসেলের মুরগির দোকান, জাহাঙ্গীর আলমের টিন-সিমেন্টের দোকান, বাবলু বড়ুয়ার চাউলের দোকান, খোকন বড়ুয়ার মুদির দোকান, থুইক্যঅং মারমার কাঁচামালের স্টক, ক্যসাইনু মারমার স্টেশনারি ও লাইব্রেরি, গরাচিং মারমার মুদির দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও দোকানদাররা জানান, রাসেলের মুরগির ফার্মের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে আরও সাতটি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।

রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, ‌‘বাজারে আগুন ধরলে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

ক্ষতিগ্রস্ত বাবলু বড়ুয়া, জাহাঙ্গীর আলম ও থুইক্যঅং মারমা বলেন, ‘আগুনে নগদ টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে গেছে। এক টাকার মালামালও বের করতে পারিনি।’

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার উচিং মারমা বলেন, ‘প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করতে পারছি না।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!