বান্দরবানের আলীকদমে আন্তঃধর্মীয় সংলাপ

বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল দশটায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএনডিপির এসআইডি-সিএইচটি প্রকল্প ও বিএনকেস এর সহযোগিতায় লোকাল ভলান্টিয়ার মেডিয়েটরস ফোরামের উদ্যেগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এসআইডি-সিএইচটি প্রকল্পের উপজেল সমন্বয়ক উইলিয়াম মার্মার সঞ্চালনায় ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধধর্মীয় গুরু শীলাময় ভান্তে, খ্রিস্টান ধর্মীয় গুরু ফাদার সজল কস্তা, ইসলাম ধর্মের আলোচক মাওলানা বেলাল উদ্দিন সিরাজী, হিন্দু ধর্মের আলোচক বন বিহারী দে।

এছাড়াও ইউএনডিপির জেলা পরিচালক খুশি রায় ত্রিপুরাসহ জনপ্রতিনিধি, পাড়া প্রধান, হেডম্যান সংলাপে উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, ধর্ম সন্ত্রাসবাদ,হত্যা, গুম, ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িক সহিংসতা, জাতিগত সংঘাত সমর্থন করে না। যারা এসব কর্মকান্ড করেন তারা সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে না জেনে করে। সমাজে কিছু লোক জাগতিক স্বার্থ হাসিলের জন্য ধর্ম ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজের মধ্যে হানাহানি সৃষ্টি করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!