বাঘাইছড়ির ডাবল মার্ডারে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আসামি ২৪

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) দলের দুই কর্মী রিপেল চাকমা (২৪) ও বর্ষণ চাকমাকে (২৮) গুলি করে হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেএসএস (সন্তু লারমা) বাঘাইছড়ি সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাকে প্রধান করে ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় মামলাটি দায়ের করেন নিহত রিপেল চাকমার স্ত্রী রেশি চাকমা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নবছড়া এলাকায় ঘর থেকে তুলে নিয়ে গুলিকরে হত্যা করা হয় এ দুই সংস্কার কর্মীকে। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) লারমা সমর্থিত দলকে দায়ী করে নিহতের পরিবার। কিন্তু দায় শিকার করেনি জেএসএস (সন্তু) দলের কেও। এ হত্যা কাণ্ডকে ঘিরে দুই দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে বাঘাইছড়িবাসী।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!