বাঘাইছড়িতে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে ইউপিডিএফ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যা মামলার আসামি রুপায়ন চাকমাকে আটকের প্রতিবাদে উপজেলায় বুধবার (১৬ জুন) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ইউপিডিএফ (প্রসিদ) গ্রুপ।

আটক রুপায়ন চাকমা ইউপিডিএফ (প্রসিত) সমর্থিত সাজেক ইউনিয়নের পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে উপজেলার মাচালং বাজার থেকে রুপায়ন চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনী সন্ধায় বাঘাইছড়ি থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় ইউপিডিএফের সাজেক ইউনিটের পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য কালোবরন চাকমা ও এল্টু চাকমা যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। হরতাল প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বারতি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!