বাঘাইছড়িতে জেএসএস পরিচয়ে চাঁদা দাবি, বাঙ্গালী যুবক আটক

রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ফারুক হোসেন (৩০) নামে এক যুবক আটক হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে হাতেনাতে আটক করে বিজিবি ও পুলিশ সদস্যরা।

আটক ফারুক হোসেন বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

বাঘাইছড়ি থানার ওসি এমএম মনজুর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আটক যুবক দীর্ঘদিন ধরে জেএসএস (সন্তু) গ্রুপের হয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। এছাড়া বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান সংস্কার কাজের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছিল সে। ঠিকাদারের ম্যানেজার মো. আলতাফকে চাঁদা না দিলে অপহরন ও হত্যার হুমকিও দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। শনিবার রাতে হাসপাতালে চাঁদার দাবিতে এলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বিজিবি ও পুলিশ গিয়ে তাকে হাতেনাতে আটক করে।’

ওসি আরও বলেন, ‘এ সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। ফারুকও দেয়াল টপকে পালিয়ে যেতে চাইলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!