বাঘাইছড়িতে জেএসএস নেতা হত্যার ঘটনায় সন্দেহভাজন আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস এমএন লারমা দলের দুই নেতা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শৈলেন চাকমা (৩৫) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার পশ্চিম খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরুল।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে উপজেলা সদরের বাবু পাড়া এলাকায় ব্রাশফায়ার করে জেএসএস এমএন লারমা দলের দুই নেতা শতসিদ্ধি চাকমা (৩৮) ও এন চাকমা (৩৫) কে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে ৫০ জনের নামে বাঘাইছড়ি থানায় মামলা করেন নিহতের পরিবার। মামলার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!