বাঘাইছড়িতে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

রাঙামাটির বাঘাইছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) প্রসীত গ্রুপের দুই সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের স্টাফ অফিসার মেজর আবুল বাশারের নেতৃত্বে শুকনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড এ্যামুনিশন, ১টি এলজিসহ বেশ কিছু চাঁদার বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, দিঘীনালার ক্ষেত্রপুর এলাকার শুদ্ধজয় চাকমা (৪৫) ও মেরুং এলাকার রিকেল চাকমা (২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল হুমায়ুন কবির। তিনি বলেন, ইউপিডিএফের কালেক্টররা শুকনাছড়ি এলাকায় চাঁদা আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপিডিএফের দুই কালেক্টরকে আটক করা হয়। আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!