বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার ‘মুক্তি’ গড়লেন মেয়রপ্রার্থী রেজাউল

চট্টগ্রামে করোনা চিকিৎসায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। ১০০ শয্যার এ আইসোলেশন সেন্টারটি এখন পুরোপুরি প্রস্তুত। এতে কোভিড (করোনাভাইরাস) ও নন-কোভিড দুই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

জানা গেছে, নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ‘মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে করোনা ডেডিকেটেড আইসোলেশন সেন্টারটি প্রস্তুত করা হয়েছে। শনিবার (২৭ জুন) এটি উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

১০০ শয্যার এই আইসোলেশন সেন্টারে থাকবেন ৮ জন ডাক্তার, ১৬ জন নার্স, ৮ জন ওয়ার্ড বয়, ২ জন আয়া ও ৪ জন সিকিউরিটি গার্ড। চট্টগ্রামের যেকোনো এলাকার রোগীকে এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। এতে কোভিড রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। অন্যদিকে নন-কোভিড রোগীদের জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে। যেখানে নন-কোভিড রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।

এ বিষয়ে এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রামের যে প্রাইভেট ক্লিনিকগুলো আছে সেগুলো সরকারের এত নির্দেশনার পরও মানুষের সাথে স্বাভাবিক আচরণ করছে না। রোগীরা যথাযথ চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছে। এসব দেখে আমি খুব কষ্ট পেয়েছি। নিজে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করেছি এ সময় মানুষের জন্য কিছু করা দরকার। এ জন্য উদ্যোগটি নিয়েছি। যাতে মানুষকে অক্সিজেনসহ ন্যূনতম চিকিৎসাসেবাটুকু দিতে পারি।’

তিনি আরও বলেন, ‘এই আইসোলেশন সেন্টারে কোভিড রোগীদের পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। অনেক সময় মানুষ ছোটখাটো কিছু সমস্যার জন্য ডাক্তার খুঁজে পায় না। তাই আমরা বাইরে একটা হেল্প ডেস্ক বসাচ্ছি। সেখানে নন-কোভিডদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।’

‘মুক্তি’ নাম কেন পছন্দ করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত করোনা থেকে মুক্তির জন্য, মানুষকে কিছু কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্যই এই আইসোলেশন সেন্টারটি করা হয়েছে। তাই এর নাম মুক্তি দেওয়া হয়েছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!