বাকলিয়ায় পোশাক শ্রমিক রুমা হত্যা মামলায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এক পোশাক শ্রমিক রুমা নিহতের ঘটনায় আকবর হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকবর হোসেন একই থানার কালামিয়া বাজার এলাকার দুই তলা মসজিদ ইউসুফ বাড়ির ইউসুফের ছেলে।

এ মামলার অন্য অভিযুক্তরা হলেন মো. ফারুক, ম্যানেজার শুক্কর, মো. আক্কাস, মো. রমজান। ফারুক কোতোয়ালী থানার টেরিবাজার এলাকায় আলিফ কারখানার মালিক। ফারুকের ম্যানেজার শুক্কর, মো. রমজান (একই ভবনের ভাড়াটিয়া) নগরের বাকলিয়া থানার কালামিয়ার বাজার হাক্কানি বিল্ডিং দ্বিতীয় তলার অস্থায়ী বাসিন্দা। মো. আক্কাস (পুলিশের সোর্স), তিনি বাকলিয়া থানার তুলাতুলি এলাকার অস্থায়ী বাসিন্দা। আক্কাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বুধবার ভোরে অভিযান চালিয়ে আকবর হোসেন নামে এক হত্যা মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আকবর হোসেন হত্যা এ মামলার এজহারভুক্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতের প্রেরণ করা হবে।’

এ মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২০ জুন অস্থায়ী ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুমা আকতার লায়লা (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুমার বাড়ি মানিকগঞ্জে। তিনি মানিকগঞ্জের সিংরাইল থানা পাড়ার আবদুল হকের বাড়ির মো. নাদিমের স্ত্রী। বাকলিয়া থানা কালামিয়ার বাজার হাক্কানি বিল্ডিং-এর দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত রুমার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলের নাম মো. আকাশ (১৪)। গত ৫ বছর ধরে স্বামী ঢাকায় অটোরিকশা চালান। মাঝে মধ্যে চট্টগ্রামের আসা যাওয়া করতেন।

এএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!