বাকলিয়ায় নির্বাচন/ দিনভর ঢিলেঢালা ভোটগ্রহণ, সন্ধ্যা থেকে চলছে গণনা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন শুরু হয় সকাল থেকে। দুপুর নাগাদ ঢিলেঢালাভাবে ভোটগ্রহণ চললেও শেষ দিকে বৃষ্টির কারণে অনেক কেন্দ্রেই ভোটারের উপস্থিতি একেবারেই কম দেখা যায়। তবে ১৭টি কেন্দ্রের মাঝে কোথাও ঝামেলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন

ভোট শেষ হওয়ার একঘন্টা আগে ৮নং কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের একটি বুথে ৪৩৫ জন ভোটার থাকলেও পুরো দিনজুড়ে ভোটারের উপস্থিতি ছিল মাত্র ৮৬ জন। অন্যদিকে মহিলা ভোটারের একটি বুথে ৩৯৫ জন ভোটার থাকলেও উপস্থিতি ছিল মাত্র ৪৫ জন। ৯ ও ১০ নং কেন্দ্রেও একই অবস্থা। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫ টায়। এখন চলছে গণনা।

ভোট দিতে আসা ভোটার হাসমত উল্লাহ বলেন, ‘সকালে ব্যস্ত ছিলাম। বিকেলে আসবো বলে তাড়াহুড়ো করে এলাম। বৃষ্টির জন্য পথে আটকা ছিলাম কিছু সময়। শেষ সময়ে এসে ভোট দিতে পারলাম।’

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোট দিচ্ছেন মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোট দিচ্ছেন মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কোনোরকম ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সুষ্ঠুভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন

এদিকে ভোট শুরুর আগে কাউন্সিলর প্রার্থী মো. মাসুদ করিম টিটুর পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বহিরাগত ৪৬ জনকে আটক করে পুলিশ।

প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি) প্রতীক, মো. মাসুদ করিম টিটু (রেডিও), মো. শফি (লাটিম), শাহেদুল ইসলাম (টিফিন ক্যারিয়ার) ও শেখ নায়েম উদ্দীন (ঠেলাগাড়ি) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিপরীতে বিএনপির একক প্রার্থী একেএম আরিফুল ইসলাম লড়ছেন (মিষ্টি কুমড়া) প্রতীক নিয়ে।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!