বাকলিয়ায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসায় ভাঙচুর চালিয়েছে বিএনপিকর্মীরা।

এ ঘটনায় ছাত্রলীগের চার কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে স্থানীয় ছাত্রলীগ নেতা শোয়েব চৌধুরী বাচ্চু, সোহেলসহ আরও দুই ছাত্রলীগকর্মী রয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) বিকালে ৫টার দিকে মিয়াখান নগর এলাকার বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটে।

বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপিকর্মীরা বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন কাউন্সিলর নুরুল আলম মিয়া।

স্থানীয় সূত্র জানা গেছে, বাদামতলী মোড় এলাকায় পূর্ব নির্ধারিত সমাবেশ করছিল বিএনপি। ওই সময় কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে বাকলিয়া ছাত্রলীগের একটি অংশ ‘শোক মিছিল’ নিয়ে যাচ্ছিল। দুটি পক্ষ বাদামতলী মোড়ে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আওয়ামী লীগ নেতাদের ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, সেখানে বিএনপির সভা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাসায় হামলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাউন্সিলর নুরুল আলম মিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করা হয়েছে। এর আগেও ভোটকে কেন্দ্র করে আমার বাড়িতে গুলি চালানো হয়েছিল। এবারও হামলা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!