বাকলিয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল স্কুলছাত্রীর লাশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় জয়ন্তী দাশ নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্তী দাশ (১৪) বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান জয়ন্তীর বাবা ও মা। ঘরে একা ছিল জয়ন্তী। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা পেয়ে ঢুকে দেখে জয়ন্তী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়ন্তীর ফুফুাতো ভাই নয়ন দেব বলেন, জয়ন্তীর বাবা স্বপন দাশ পেশায় গাড়িচালক আর মা চাকরি করে একটি বেসরকারি ক্লিনিকে। তারা প্রতিদিনের মতো কর্মস্থলে চলে যান। পরে প্রতিবেশীরা বাসার দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে দেখে জয়ন্তী অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তারের বরাত দিয়ে নয়ন দেব আরও বলেন, কীভাবে জয়ন্তীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। শুক্রবার ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!