বাকলিয়ায় ‘কিশোর গ্যাং’র ৪ সদস্য ধরা খেল অস্ত্র ও মাদক নিয়ে

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অস্ত্র ও মাদকসহ চার ‘কিশোর গ্যাং’ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি টুটু পিস্তল, ১টি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের ওয়াপদা গেটের বিপরীতে একটি ভাড়াঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নগরীর রাহত্তারপুলের হাজী নুর বক্স সওদাগরের বাড়ির মো. মুছার ছেলে মো. মামুন (২৪), ডিসি রোড মিমতোয়া মসজিদ সংলগ্ন তাহের ভবনের বাসিন্দা মো. আলমগীরের ছেলে এমরান হোসেন বাবলু (২২), বাকলিয়া ওয়াপদা গেট মাবুদ কলোনির মৃত আব্দুল বারেকের ছেলে মো. রুবেল হোসেন রুবেল (১৯) এবং সৈয়দ শাহ রোড ভাণ্ডারীর কলোনির মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাদশা (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!