বাকলিয়ায় ইয়াবাসহ দুইজন আটক

নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮৫০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)।

বুধবার (১৭ এপ্রিল) ভোরে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় (র‌্যাব-৭) এর উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো.তানভীর হোসেন (২৮) ও তার বোন রওশন আরা (৩২)। তারা রাজশাহীর চারঘাট উপজেলার আজিজুর রহমানের সন্তান। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান (মিডিয়া অফিসার )।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাস (লন্ডন এক্সপ্রেস) থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ২৩ হাজার ৮৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৬৯ লক্ষ ২৫ হাজার টাকা। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো পাইকারি হিসেবে কিনে রাজশাহী নিয়ে যাচ্ছিল।

উদ্ধার করা মালামালসহ আটকৃতদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!