বাকলিয়ায় আগুনে পুড়ে ছাই ১২ বসতঘর

চট্টগ্রামের বাকলিয়া থানার পূর্ব বাকলিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০-১২টি টিনশেড ঘর পুড়ে যায়।

সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে আবদুল লতিফ হাট খোলা এলাকার একটি টিনশেড ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুন ছড়িয়ে পড়ে ১০-১২ টি টিন শেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ঘটনার পর বাকলিয়া লামার বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ আগুন লাগার একঘণ্টা পর ফায়ার সার্ভিস আসায় ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে, বাকলিয়া লামার বাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবদুর রহমান বলেন, ‘আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেছে। এখনো আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!