বাকলিয়ায় আগুনে পুড়লো ফেরিওয়ালাদের কাপড়

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার মিয়াখান নগরে কাঁচা ও সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই আগুনে পুড়ে গেছে ফেরিওয়ালাদের কাপড়। শুক্রবার (৪ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সাইদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মফিজুর রহমানের মালিকানাধীন কাঁচা ও সেমিপাকা একাধিক কক্ষবিশিষ্ট বসতঘরে আগুন লাগে। এতে ঘরে রাখা ফেরিওয়ালাদের কাপড় পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।’

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!