বাকলিয়ায় পারিবারিক বিরোধে গৃহবধূকে মেরে রক্তাক্ত করলেন দেবর

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক গৃহবধূকে মেরে রক্তাক্ত করেছে দেবর। পরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টাও করা হয়৷

হামলার শিকার গৃহবধু কামরুন নাহারকে (৩৭) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে বাকলিয়ার বলিরহাট মোশাররফ আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর কামরুন নাহার অভিযোগ করে পুলিশকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে তার দেবর আলাউদ্দিন অতর্কিতভাবে মারধর শুরু করে। এতে তার নাক ফেটে রক্তাক্ত হয়, প্রকাশ্যে শ্লীলতাহানিও করা হয়। পরে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টাও করা হয়। কামরুন নাহারের চিৎকার শুনে কয়েকজন প্রতিবেশী এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করে৷ পরে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে ভুক্তভোগীর স্বামী মো. নিজাম উদ্দীন বলেন, ‘আমি ও আমার ছেলে বাসায় ছিলাম না। সেই মুহূর্তে আমার আপন ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে আমার স্ত্রীকে মারধর করেছে। আমার স্ত্রী এক আত্মীয়ের বাসায় অসুস্থ রোগীকে দেখতে যাবে। আমার মেয়ে একা হওয়ায় ভাইয়ের মেয়েদের আমার বাসায় থাকতে বলছিল আমার স্ত্রী। কিন্তু আমার ভাই কোনোভাবেই আমার বাসায় তার মেয়েদের পাঠাতে রাজি হয়নি। এ নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন আমার স্ত্রীকে ঘুষি ও লাথি মারতে থাকে আমার ভাই ও ভাইয়ের স্ত্রী।’

তিনি আরও বলেন, ‘বাকলিয়া থানায় আমার ভাই আলাউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। মামলা নিচ্ছে পুলিশ।’

এই বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘গৃহবধূ কামরুন নাহারকে মারধর ঘটনায় মামলার করতে তার স্বামী থানায় এসেছেন। আমরা মামলা নিচ্ছি, আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!