বাউন্সারের আঘাতে হেডিংলি টেস্টে দর্শক স্মিথ

ঘাড়ে বাউন্সারের আঘাত পেয়েও অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেলতে চেয়েছিলেন স্টিভেন স্মিথ। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেলতে চেয়েছিলেন স্টিভেন স্মিথ। ২২ আগস্ট ম্যাচ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী ছিলেন। কিন্তু শেষমেশ ম্যাচ থেকে সরে দাঁড়াতেই হল অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ককে।

মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি স্মিথ। এরপরই অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার তৃতীয় টেস্ট থেকে এ অজি তারকা ব্যাটসম্যানের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেন।

লর্ডসে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ঘন্টায় ৯২ মাইল গতিতে ইংলিশ পেসার জোফরা আর্চারের একটি বাউন্সার আঘাত হানে ৩০ বছরের স্মিথের ঘাড়ে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় উড়তে গিয়ে ফের ব্যাট হতে মাঠে নামেন। কিন্তু শেষ দিন আর মাঠে নামেনি।

কিন্তু স্মিথের বদলে হেডিংলি টেস্টের অস্ট্রেলিয়ান দলে কে জায়গা করে নিবেন তা এখনো নিশ্চিত নয়। তবে লর্ডস টেস্টের পঞ্চম দিনে তার বদলি হিসেবে খেলেন মারনাস লাবুশেন। টেস্ট ক্রিকেটে প্রথম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়েন তিনি। খেলেন ৫৯ রানের ইনিংস।

সিরিজের তিন ইনিংসে ১৪২, ১৪৪ ও ৯২ রান সংগ্রহ করেন স্মিথ।

দ্বিতীয় টেস্ট ড্র হলেও বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে এখন ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!