বাইরে তালা লাগিয়ে ভেতরে কেনাবেচা, ৩ দোকান বন্ধ করে দিলেন ইউএনও

দোকানের সামনের শার্টার বন্ধ। কোনটির শার্টার আধখোলা। দোকানের বাইরে দোকান কর্মচারীর সতর্ক প্রহরা। ভেতরে চলছে জমজমাট ঈদের কেনাকাটা। প্রতিটি দোকানে শিশু, নারী ও পুরুষ ক্রেতায় ভরা।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এমন কৌশলী ঈদ কেনাকাটায় জমজমাট বাজার। এটি হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারের বুধবার সকালের চিত্র।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের অভিযান শুরু করলে দোকান বন্ধ করে পালিয়ে যায় দোকানি ও ক্রেতারা। অভিযানে তিনটি দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

রুহুল আমিন বলেন, ‘হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারের দোকানগুলোতে শার্টার বন্ধ ও আধা খোলা রেখে ভেতরে ঈদ কেনাকাটা চলছিল। দোকানের ভেতর নারী-পুরুষের ভিড়। অভিযান দেখে দোকানি ও ক্রেতারা পালিয়ে যায়। অভিযানে তিনটি দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।’

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!