বাইক চুরি, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ধরা

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ধরা খেলো চোর। রাঙামাটি থেকে মোটরসাইকেল চুরি করে চট্টগ্রাম শহরে এনে তা বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিল ফেসবুকে। কিন্তু গাড়ির মালিকের নজরে পড়ে ধরা খেতে হলো চক্রের একজনকে।

জানা যায়, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. এরশাদ আলীর মোটরসাইকেল (রাঙামাটি- ল ১১-০৭৪৩) গত ১২ জানুয়ারি চুরি হয় নিজের বাসা থেকে। এরপর তিনি থানায় জিডি করেন। এর আগে একই বিল্ডিং থেকে ভবন মালিক রত্নাকর চাকমার মোটরসাইকেলও চুরি হয়।

পরিচিত একজনের মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক এরশাদ আলী খবর পান, তার মোটরসাইকেলটি বিক্রি করতে বিজ্ঞাপন দেয়া হয়েছে ফেসবুকে। বিজ্ঞাপনের সূত্র ধরে বিক্রেতার সাথে কথা বলেন তিনি।

দরদাম ঠিক করে সেটি কিনতে রোববার (১৬ জানুয়ারি) আসেন চট্টগ্রামের লালখান বাজারে। সেখানে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ রাজু নামের চোরচক্রের একজনকে হাতেনাতে আটক করে।

পরে পুলিশ মোটরসাইকেলসহ আটক রাজুকে রাঙামাটি আদালতে হাজির করে। বর্তমানে গাড়িটি আদালতের জিম্মায় রয়েছে বলে জানা যায়।

সিসিটিভি ক্যামেরায় স্থানীয় একজনকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যেতে দেখা যায়, কিন্তু তাকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার সাথে স্থানীয় একটি সিন্ডিকেট জড়িত বলেও জানা গেছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!