বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ শুরু, শনিবার কক্সবাজার ঘোষণা

কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে ৯ম ফ্রেন্ডশিপ ডায়ালগ। শুক্রবার (১ নভেম্বর) কক্সবাজারের অভিজাত হোটেল রয়েল টিউলিপে ২ দিনব্যাপী ফ্রেন্ডশিপ ডায়ালগের উদ্বোধন করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা ও কর্মসংস্থান সৃষ্টিই হচ্ছে এই ডায়ালগের লক্ষ্য। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানি খাত, গ্যাস উত্তোলন ও সরবরাহসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতের উন্নয়ন নিয়েও এতে আলোচনা হবে।

ফেন্ডশিপ ডায়ালগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, আসামের মন্ত্রী ভীষ্ম শর্মা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিতা গাঙ্গুলী দাশ, ইউকে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ’র পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া, নাহিম রাজ্জাক এমপি, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, উভয় দেশের সংসদ সদস্য, অধ্যাপক, গবেষক, বিশেষজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ‘কক্সবাজার ঘোষণা’র মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ শেষ হবে।

সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!