বাংলাদেশ এমার্জিং দলকে উড়িয়ে দিল শ্রীলংকা

বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান তরুণ ধরা হয় যাদের প্রায় সবাই ছিলেন এমার্জিং দলে। কিন্তু ব্যাটিং কিংবা বোলিংয়ে খুবই বাজে খেলেছেন তারা। বল হাতে শ্রীলংকার ব্যাটসম্যানদের রুখতে পারেননি শহিদুল-শফিকুল ইসলামরা। শ্রীলংকা তাই ৭ উইকেট হারিয়ে তোলে ৩০৪ রান। আবার ব্যাট হাতে ছড়ি ঘোরানো তো দূরে যাক; ক্রিজে দাঁড়াতেই পারেননি নাজমুল শান্ত-ইয়াসিন আলীরা। ফলে বিকেএসপিতে ১৮৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ এমার্জিং দল

শ্রীলংকা এমার্জিং দলের বিপক্ষে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। লংকানদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্তর দল ১১৮ রানে অলআউট হয়ে যায়। ব্যাটে-বলে লংকান লেগস্পিনার ভানিদু হাসারাঙ্গা একাই কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশ তরুণদের। তিনি ৪৬ বলে দেখান ৭০ রানের ঝড়। বোলিংয়ে ৬ ওভারে ১২ রান খরচায় নেন ৪ উইকেট।

টস জিতে এ ম্যাচে আগে ব্যাটিং নেয় শ্রীলংকা এমার্জিং দল। দুই ওপেনার পাথুম নিসানকা ও সান্দুন বীরাকোড্ডি শুরুর ৬ ওভারে ৪৮ রান তুলে ফেলেন। বাঁ-হাতি পেসার শফিকুল ইসলাম তাদের যথাক্রমে ১৮ ও ৩১ রানে পরপর দুই ওভারে তুলে নেন। তৃতীয় উইকেট জুটিতে ৮৫ রান যোগ করে শ্রীলংকা। আসালঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন।

আসালঙ্কা ফিরতেই ঝড় তোলে শ্রীলংকা। হাসারাঙ্গার ঝড়ের পাশাপাশি ১৭ বলে ২৯ রান করেন বান্দারা। তিনশ’ রান পেয়ে যায় শ্রীলংকা। ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত ১০ ওভারে ৮৯ রান দেন। দুই উইকেট নেওয়া শহিদুল দেন ৭১ রান। রান তাড়া করতে নেমে ওপেনার সাইফ হাসান ৭০ বলে ৫০ রান করেন। দলের বাকি আট ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি। এমাজিং দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আফিফের। এ হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ এমাজিং দল।

সিরিজের দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হবে ২১ আগস্ট সাভারের বিকেএসপি মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!