বাংলাদেশে বর্তমানে ৩৬ লাখ মাদকাসক্ত রয়েছে

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে চবিতে কর্মশালায় তথ্যপ্রকাশ

বাংলাদেশে বর্তমানে ৩৬ লাখ মাদকাসক্ত রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, মাদকাসক্ত ব্যাক্তি কোন চাকরির যোগ্য নেই। সরকারি চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট দিতে হবে। এই টেস্টে কেউ মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হলে সে সরকারি চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ অসৎসঙ্গের সাথে চলাফেরা করা। আমাদের ছেলেমেয়েরা কাদের সাথে মেলামেশা করে অভিভাবকদের তা খেয়াল রাখতে হবে।

আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সঞ্চালনায় ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম আবু নোমানের সভাপতিত্বে এ সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর আলী আজগর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহামেদ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!