বাংলাদেশের এক ঐতিহাসিক জয়

বাংলাদেশের এক ঐতিহাসিক জয় 1ক্রীড়া প্রতিদিন : দীর্ঘ ১১ বছর পর বদলে যাওয়া বাংলাদেশের এমন রূপ প্রত্যাশা করেই বাংলাদেশে রওয়ানা দিয়েছিলো অজিরা। এসে ঠিকই যা ভেবেছিলো তেমন বিপদেই পড়েছে তারা। ঢাকা টেস্টে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা।

দুই ইনিংস মিলিয়ে সাকিব আল হাসানের ব্যাটে বলে জাদুকরী কৃতিত্বে জয় পেয়েছে বাংলাদেশ। পুরো টাইগার বাহিনী আগে থেকেই বলে রেখেছিলো তামিম-সাকিবের পঞ্চাশতম ম্যাচটি রাঙাতে বুক চিতিয়ে খেলবে তারা। খেলেছেও সবাই মিলে।

এমন উত্তেজনা যে ক্ষণে ক্ষণে উত্তেজনার পারদ বাড়ছিলো প্যাট কামিন্সের ব্যাটে বুক কাঁপানো ছয়ে। বেশ চোখ রাঙাচ্ছিলেন এই অজি ব্যাটসম্যান। একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান হয়েও যেভাবে ব্যাট হাঁকাচ্ছিলেন বেশ ভয় পাওয়ার মতোই!

সাকিব কিংবা মিরাজ এই দুই স্পিন জাদুকরও কোনও কিনারা করতে পারছিলেন না। শেষতক ফের ফোকাসে তাইজুল ইসলাম। তার করা ৭১তম ওভারের চতুর্থ বল। তাকিয়ে পুরো বাংলাদেশ। হার্টবিট ধুপ ধুপ করছিলো সবার। হ্যাজলউড স্ট্রাইকে। তাইজুলের বলে প্যাডে লাগে। আবেদন করেন তাইজুল। আঙ্গুল উঁচাতে মোটেও দেরী করেননি আম্পায়ার। ব্যস, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের।
বাংলাদেশের এক ঐতিহাসিক জয়
ক্রীড়া প্রতিদিন : দীর্ঘ ১১ বছর পর বদলে যাওয়া বাংলাদেশের এমন রূপ প্রত্যাশা করেই বাংলাদেশে রওয়ানা দিয়েছিলো অজিরা। এসে ঠিকই যা ভেবেছিলো তেমন বিপদেই পড়েছে তারা। ঢাকা টেস্টে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা।

দুই ইনিংস মিলিয়ে সাকিব আল হাসানের ব্যাটে বলে জাদুকরী কৃতিত্বে জয় পেয়েছে বাংলাদেশ। পুরো টাইগার বাহিনী আগে থেকেই বলে রেখেছিলো তামিম-সাকিবের পঞ্চাশতম ম্যাচটি রাঙাতে বুক চিতিয়ে খেলবে তারা। খেলেছেও সবাই মিলে।

এমন উত্তেজনা যে ক্ষণে ক্ষণে উত্তেজনার পারদ বাড়ছিলো প্যাট কামিন্সের ব্যাটে বুক কাঁপানো ছয়ে। বেশ চোখ রাঙাচ্ছিলেন এই অজি ব্যাটসম্যান। একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান হয়েও যেভাবে ব্যাট হাঁকাচ্ছিলেন বেশ ভয় পাওয়ার মতোই!

সাকিব কিংবা মিরাজ এই দুই স্পিন জাদুকরও কোনও কিনারা করতে পারছিলেন না। শেষতক ফের ফোকাসে তাইজুল ইসলাম। তার করা ৭১তম ওভারের চতুর্থ বল। তাকিয়ে পুরো বাংলাদেশ। হার্টবিট ধুপ ধুপ করছিলো সবার। হ্যাজলউড স্ট্রাইকে। তাইজুলের বলে প্যাডে লাগে। আবেদন করেন তাইজুল। আঙ্গুল উঁচাতে মোটেও দেরী করেননি আম্পায়ার। ব্যস, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!