বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ১৩ চীনা নাগরিকসহ ২৫ জন করোনা পজিটিভ

বাঁশখালীর গন্ডামারায় নির্মিতব্য ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ১৩ চীন কর্মকর্তাসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের গত ৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করানোর পর আজ (১৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা প্রতিবেদনে তারা সবাই করোনায় পজিটিভ হন। গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য বাঁশখালী হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করান। এ নিয়ে প্রকল্প এলাকার আশে-পাশে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

বাঁশখালী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার করোনায় আক্রান্ত দেশি-বিদেশি ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষা ও উন্নত শিক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রকল্প এলাকায় লকডাউন ঘোষণা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বিশ্বব্যাপী করোনার প্রকোপ ছড়ানোর পর কর্তব্যরত চীনা অনেক কর্মকর্তা-কর্মচারী দেশে চলে গিয়েছিলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা দেশ থেকে ফিরে পুনরায় প্রকল্পের কাজে লেগে পড়েন। এছাড়া তাদের সাথে অসংখ্য দেশি কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। সর্বমোট করোনা আক্রান্ত ২৫ জনের মধ্যে ১৩ জন চীনা নাগরিক এবং বাকী ১২ জন দেশি নাগরিক।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুর রহমান মজুমদার বলেন,‘করোনা আক্রান্ত ২৫ জন দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারীদের মেডিকেল টিমের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আক্রান্ত এলাকায় লকডাউনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কারো স্বাস্থ্যগত চরম ঝুঁকি দেখা দিলে হাসপাতালের আইসোলেশন সেন্টারে এনে ভর্তি করা হবে বলেও তিনি জানান।’

বাঁশখালী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন,‘খবরটি শুনার পর থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসারে আক্রান্তদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া হচ্ছে। করোনা যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে তার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা প্রশাসনের নজরে রাখা হয়েছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন,‘প্রকল্প এলাকায় পুলিশ করোনা আক্রান্তদের নিরাপত্তা সুরক্ষায় সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!