বাঁশখালীতে ৪ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ৪ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে পরিবেশ অধিদপ্তর ও বাঁশখালী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রত্যেক ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ও চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হাসান সজীব।

জরিমানা করা ইটভাটাগুলো হল এমবিএম ব্রিকস্, চৌধুরী ব্রিকস (১), চৌধুরী ব্রিকস (২) এবং মদিনা ব্রিকস্।

চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হাসান সজীব বলেন, ‘বাঁশখালীর ইলাশা গ্রামে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!