বাঁশখালীতে ৪৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিল উত্তর কদম রসুল ছাত্র সংসদ

পঞ্চমবারের মতো শিক্ষাবৃত্তি দিয়েছে উত্তর কদম রসুল ছাত্র সংসদ। চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী কদম রসুল এলাকার বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়।

২১ শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৪ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৪৫ জনকে বৃত্তি দেওয়া হয়।

শুক্রবার (২৬ আগস্ট) বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নে মধ্য কদম রসুল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

পরীক্ষায় উত্তীর্ণদের সংগঠনের পক্ষ থেকে প্রাইজবন্ড, সনদ, শিক্ষাসামগ্রী দেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদাত হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মিজবাহ উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

অভিভাবক অতিথি ছিলেন বাঁশখালী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল কাদের জাবেদ।

উপস্থিত ছিলেন হয়রত নূরে মোস্তাফা নুরানি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহাম্মদ মনছুর, এমএম রহমান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, ডিসি এয়ার মো. চৌধুরী শিশু একাডেমির প্রধান শিক্ষক আজগর আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন উত্তর কদম রসুল ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা মিজবাহ উদ্দীন এবং শেখ মাহবুবুর রহমান বিভেল, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কায়েম উল্লাহ, সম্পাদক ও সংগঠক মো. কাইছার উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল, মোতাহের হোসেন, মোহাম্মদ মনিরুল হক, মোহাম্মদ জিসান, মো. বোরহানুল মনির সৌরভ, মো. মাকছুদুল হক, আলী আকবর, কাইদুল ওয়াদেদ জিহান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!