বাঁশখালীতে ৩৪ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের, মোবাইলে বাবাকে হুমকি

চট্টগ্রামের বাঁশখালীতে ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র। নিখোঁজ হওয়ার ১২ দিন পর দরিদ্র কৃষক বাবাকে মোবাইলে জনৈক অজ্ঞাত ব্যক্তি হুমকি দিলেও পুলিশ ওই নাম্বারের কোনো তদন্ত করছে না বলে অভিযোগ করেছেন ছেলেটির বাবা। ফলে সন্তানকে হারিয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজ স্কুল ছাত্রের নাম আরফাতুল ইসলাম (১৩)। সে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের সামশুইয়া ঘোনা এলাকার দরিদ্র কৃষক মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং নাপোড়া এলাকার বাঁশখালী মডেল গ্রামার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।

নিখোঁজ আরফাতুল ইসলামের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে গত ১২ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে যায়। নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাজারের সিসিটিভি ক্যামরার ভিডিও ফুটেজে দেখা যায়, সে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলেও ওইদিন স্কুলে যায়নি। সকাল সাড়ে আটটায় একটি দোকানে বই রেখে নাপোড়া বাজারের উদ্দেশ্যে যায়। এর পর থেকে সে নিখোঁজ। আমি গত ১৪ জুন বাঁশখালী থানায় এ ব্যাপারে একটি ডায়েরী (৫৭০) করি। গত ২৪ জুন জনৈক অজ্ঞাত ব্যক্তি (মোবাইল নম্বর ০১৯৯৯১৮৯০৭৬) তিনবার ফোন করে আমাকে হুমকি দেয়। বলে যে, তুমি আরাফাতুল ইসলামের বাবা যদি হয়ে থাক আর খোঁজ করিও না।’ থানা পুলিশকে ওই নাম্বারটি দিয়েছি এবং বিষয়টি জানিয়েছি। কিন্তু পুলিশ কোনো ধরণের সহযোগিতা করছে না। আমি ছেলেকে হারিয়ে বড়ই অসহায়।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘নিখোঁজ ডায়েরীর ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। বিভিন্নস্থানে বেতারবার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ আরফাতুলকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!