বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলা শুরু ২৭ জানুয়ারি

চট্টগ্রামের বাঁশখালীতে আগামী ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। এই মেলা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় গুনাগরী ঋষিধামের প্রধান কার্যালয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও তাপস নন্দীর সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী,সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!