বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঁশখালী পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচূরের প্রতিবাদে গতকাল সোমবার (৬ মে )উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ মানববন্ধন করেছেন।

মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা দাবি করেন, ‘গত ৩ মে স্থানীয় কতিপয় দুস্কৃতিকারী পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর কাছ থেকে অন্যায় দাবি মেটাতে না পেরে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। তিনি বাদি হয়ে মামলা করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। একজন মুক্তিযোদ্ধার ওপর আঘাত করা মানে বাঁশখালীর পুরো মুক্তিযোদ্ধা পরিবারের ওপর আঘাত করা।’

এ সময় বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আবুল কাসেম সিকদার, নুরুল আমিন, আজিজুল ইসলাম ভেদু, ফনিন্দ্র লাল রুদ্র, মোক্তার আহমদ, ছায়েদুল আলম, মোহাম্মদ আবুল বশর, সুধীর চক্রবর্তী, নিরঞ্জন জলদাস প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!