বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ বাহাদুর নিহত

বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলতান বাহাদুর (৪৭) নামের ডাকাত নিহত হয়েছেন। শনিবার (৪ মে) রাত ১১ টা ৩০ মিনিটের দিকে পুঁইছড়িতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত বাহাদুর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের শাহ আলমের পুত্র।

জানা গেছে, তার বিরুদ্ধে বাঁশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, অস্ত্রআইন, চাঁদাবাজি, জমিদখলসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া বাঁশখালী থানায় ডাকাতি মামলার ২টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টা ৩০ মিনিটের দিকে র‌্যাবের টহলদল পুঁইছড়িতে পৌঁছলে এক সশস্ত্র ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবের গুলি ছুঁড়লে সশস্ত্র ডাকাতদল পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বাঁশখালীর দুর্ধর্ষ ডাকাত সোলতান বাহাদুরের লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, নিহত ডাকাত বাহাদুরের বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ বহু মামলা রয়েছে। তার লাশ প্রাথমিক সুরতহাল তদন্ত শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান বলেন, র‌্যাবের টহলদলের সঙ্গে ডাকাত বাহাদুর গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ বাহাদুর নিহত হয়েছে। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm