বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান মো. জাকের (৪০) নিহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকায় এ ‌‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত জাকের চাম্বল এলাকার বাদশা মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, বাঁশখালীর চাম্বলে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ডাকাত জাকেরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘জাকের একজন কুখ্যাত ডাকাত ও জলদস্যু। বাশঁখালীর কুখ্যাত ডাকাতদল ‘জাকের গ্রুপের’ প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে।’

এইচটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!