বাঁশখালীতে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলল!

বাঁশখালী পৌরসভার উত্তর জলদি ভাদালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে এক মৎস্যজীবির তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা। এ নিয়ে মঙ্গলবার (১৪ মে) বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত দিদারুল ইসলাম।

দিদারুল জানান, আমি ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। স্থানীয় আমিন শরীফ, বেলাল ও গুরাবাশি নামের তিন ব্যক্তির কাছ থেকে ১৬০ শতক সীমানাযুক্ত পুকুর বর্গা নিয়ে আমি মাছ চাষ করে আসছিলাম। ওইসব পুকুর স্থানীয় নুর আহমদের ছেলে হোসেনও বর্গা নিতে চেষ্টা চালায়। বর্গা নিতে ব্যর্থ হয়ে মঙ্গলবার ভোর ৫টা থেকে ৬টার দিকে হোসেন পুকুরে বিষ ঢেলে দেয়। আমি সকাল ৭টায় পুকুরে গিয়ে দেখি কাতল, মৃগেল, রুই, পাঙ্গাস, নাইলোটিকাসহ নানা প্রজাতির মরা মাছ পানিতে ভাসছে। দুপুর হতে না হতে পুকুরের প্রায় তিন লাখ টাকার মাছ মরে সব শেষ। পুকুরের সব মাছ মরে যাওয়ায় আমি সব হারিয়ে নি:স্ব হয়ে গেছি। হোসেন এরআগেও নানাভাবে আমাকে হুমকি-ধামকি দিয়েছে।

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ জোরালোভাবে তদন্ত করছে। এ বিষয়ে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!