বাঁশখালীতে দ্রুতগামী ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

চট্টগ্রামের বাঁশখালীতে দ্রুতগামী ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শেখেরখীল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘট্না ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত আব্দুর রহমান শেখেরখীল সিকদার পাড়ার বাসিন্দা। আহতরা হলেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪৫), সিএনজিচালিত অটোরিক্সা চালক দিলীপ দে (৪৩) এবং অপর অটোরিক্সা যাত্রী মো. ফারুক (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পথচারীরা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহতদের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!