বাঁশখালীতে থেমে নেই প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আহত ৩, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীর সন্ত্রাস কবলিত উপকূলীয় ছনুয়া ইউনিয়ন। সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে মহড়া নিত্য-নৈমিত্তিক ঘটনা। গত ২ মাসে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বহু মামলার পলাতক আসামি নুরুল আলম, বাহাদুর, হোসাইন ও বাদশা নামের ৪ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও জলদস্যু নিহত হয়। ব্যাপক গোলাবারুদও উদ্ধার হয়। এর পরও সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া থেমে নেই। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছনুয়া মনুর স্কুলের দক্ষিণ পূর্ব পার্শের ওয়ারেন্টভুক্ত ৮ মামলার পলাতক প্যানেল চেয়ারম্যানের ইউনুছের সহযোগীদের তাণ্ডবে ছনুয়া আবার রক্তাক্ত হয়ে ওঠে। ইউনুছ বাহিনীর গুলিতে ও হাতুড়ে পেটায় আহত হয়েছে মো. আনিছ( ২৪), মো. মোস্তাক আহমদ(৪৫) ও মো. বাচ্চু (২৮)।

এ ব্যাপারে গুলিবিদ্ধ বাচ্চুর বোন কাশেফা বেগম বাদি হয়ে ২১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামি মো. শফি (৪৮) এবং লেয়াকত আলীকে (৩২) গ্রেপ্তার করেছে।

মামলার বাদি কাশেফা বেগম বলেন, ‘আমার ভাইপো মো. আনিছ সবজি ব্যবসায়ী। পাইকারী সবজি কিনে গাড়ি যোগে নিয়ে আসার পথে ছনুয়া সড়কে গতিরোধ করে সন্ত্রাসীরা গতকাল শনিবার দুপুরে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর হাতুড়ি, লোহার রড দিয়ে পিটিয়ে পুরো শরীর রক্তাক্ত করে। খবর পেয়ে আমার ভাই মোস্তাক আহমদ ও মো. বাচ্চু তাকে বাঁচাতে দৌড়ে গেলে ৮ মামলার পলাতক প্যানেল চেয়ারম্যান ইউনুছ বাহিনীর ২১/২২ জন সশস্ত্র সন্ত্রাসী আব্দুল করিমের নেতৃত্বে বন্দুক নিয়ে হামলা করতে এগিয়ে আসে। কিছু বুঝে উঠার আগেই গুলি ছুঁড়তে থাকে। ওই সময় আমার ভাই মো. বাচ্চু গুলিবিদ্ধ হয়ে মাঠিতে লুটে পড়ে। অন্যান্য সন্ত্রাসীরা আমার ভাই মোস্তাক আহমদকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গ্রামবাসী এগিয়ে আসলে তারা প্রাণে রক্ষা পায়। আমার গুলিবিদ্ধ ভাই মো. বাচ্চু গুরুতর আহত অবস্থায় এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পলাতক প্যানেল চেয়ারম্যান মো. ইউনুছ বাহিনীর লোকজন ঘটনা ঘটালেও ভয়ে ওই প্যানেল চেয়ারম্যানের নাম মামলায় দিইনি।’

স্থানীয় মুক্তিযোদ্ধা ও শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীদের তাণ্ডবে আমরা শংকিত। আমার ঘর ডাকাতি হয়েছিল। কলেজ পড়ুয়া মেয়েকে কলেজে যাবার পথে নানাভাবে নাজেহাল করছে সন্ত্রাসীরা। সেই ভয়ে আমার মেয়ে এখন কলেজ যেতে পারছে না। সন্ত্রাসীদের দমন করা খুবই জরুরি।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘গোলাগুলির ঘটনার ব্যাপারে মামলা হয়েছে। ওই ঘটনায় এজাহারভুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছনুয়ায় সন্ত্রাসী দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!