বাঁশখালীতে অর্থ প্রতারণায় ৩ বছর সাজা হল আসামির

বাঁশখালীতে আইনজীবীর দায়ের করা একটি প্রতারণার মামলায় আসামির ৩ বছরের সাজাসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.মাঈনুল ইসলাম। সাজাপ্রাপ্ত আসামির নাম মো.ইসহাক। সে বোয়ালখালীর চরকানাই গ্রামের মৃত মো. মুছার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে কালীপুর ইউনিয়নের গুনাগরি গ্রামের খাসমহালে মাল্টিপারপাস নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. ইসহাককে একটি বিল্ডিং ভাড়া দেন আইনজীবী মো. শামসুল ইসলাম চৌধুরী। মো. ইসহাক প্রতারণা করে সে বিল্ডিংয়ের ৩ বছরের ভাড়া দেয়নি।সে স্থানীয় কিছু মানুষেরও টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। বিল্ডিংয়ের মালিক আইনজীবী মো. শামসুল ইসলাম চৌধুরী বাদি হয়ে একটি প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণা হয়।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!