বাঁশখালীতে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে বৈলছড়ি বাজারের ৯ দোকান

বাঁশখালীর বৈলছড়ি বাজারে মঙ্গলবার (২১ মে) সকাল সাতটায় অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে গেছে।

ব্যবসায়ীরা বলেন, ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা হবে। রমজান মাসে সর্বস্ব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বাঁশখালীর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘণ্টব্যাপী লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহিম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বাঁশখালী প্রধান সড়কের ওপরের এই বৈলছড়ি বাজারে আগুন লাগলে ওইসময় প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে স্বর্ণের দোকান, জুতার দোকান, টেইলার্সসহ স্টেশনারি, ফার্মেসী, হোমিও হল, হার্ডওয়ারের দোকান ও পানের দোকান।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!