বহিষ্কার হলেন রেলওয়ের সেই গেইটম্যান সাদ্দাম

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে গেইটম্যান সাদ্দাম হোসেনকে সাময়িক বহিস্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ১১ পর্যটক নিহত হয়েছে। মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গেইটম্যান ছিলেন না। তখন তিনি জুমার নামাজে ছিলেন।

শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

দায়িত্বে অবহেলার অভিযোগ এনে গেইটম্যান সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি করেন রেলওয়ে পুলিশের এএসআই মো. জহির।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!