বহাদ্দার হাট ইকবাল বোর্ডিং থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নগরীর পাঁচলাইশ থানার বহাদ্দারহাট ইকবাল বোর্ডিং থেকে মো. আল আমিন (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো আল আমিনের কোন আত্মীয়ের খোঁজ পাওয়া যায়নি।

সূত্র জানায়, ১৫ জুলাই রাত নয়টায় ঢাকা কদমতলী থানার মুজাফফর নগরের মৃত মো. আল আমিন বহাদ্দার হাটের ইকবাল বোর্ডিংয়ের চতুর্থ তলায় ৩১০ নম্বর রুমে ওঠেন। প্রতিদিনের মতো ২৫ জুলাই রাত আটটার সময় নিজের রুমে প্রবেশ করে সিটকিনি লাগিয়ে অবস্থান করেন। ২৬ জুলাই সকাল আটটায় বোর্ডিংয়ের কর্মচারী আবুল কাশেম হোটেলের রুম পরিস্কার করার জন্য দরজায় একাধিকবার নক করে কোন সাড়া শব্দ না পেয়ে একটি চেয়ারে দাড়িয়ে রুমের ভেন্টিলেটার দিয়ে দেখেন আল আমিন ফ্যানের সাথে মশারি টাঙানোর রশি দিয়ে ঝুলে আছে।
পরে বিষয়টি আবুল কাশেম বোর্ডিং ম্যানেজার মাহবুবকে অবহিত করলে বোর্ডিং ম্যানেজার পুলিশকে খবর দেয়।
পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজার ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় আল আমিনের লাশ উদ্ধারের পর সুরতহাল রির্পোট করার পর চমেক মর্গে প্রেরণ করেন।
পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অজ্ঞাত লাশটি চমেক মর্গে রয়েছে। এখনো স্বজনের কোন সন্ধান পাওয়া যায়নি।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!