বর্তমান সরকার শ্রমবান্ধব। মহিউদ্দিন চৌধুরী

img_20160923_212246_601

চট্টগ্রাম মহানগর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান শ্রমিক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাই তাঁর ৭০তম জন্মদিন পালনের মধ্য দিয়ে মেহনতি শ্রমজীবী জনতাকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শপথ নিতে হবে। কারণ শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধু’র মতই শোষিত জনগণের পক্ষে শোষকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন।

তিনি শুক্রবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি আগামী ২৯ সেপ্টেম্বর মুসলিম হল ও তৎ সংলগ্ন চত্বরে শ্রমজীবী জনতার উদ্যোগে অনুষ্ঠিতব্য শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে শ্রমজীবী জনতার অংশগ্রহণের আহ্বান জানান এবং মালিক-কর্তৃপক্ষের প্রতি শ্রমজীবী জনতা যাতে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন সেব্যাপারে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

মহিউদ্দিন চৌধুরী’র চশমা হিলস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী’র সভাপতিত্বে ও শ্রমিক নেতা আবুল হোসেন আবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় ৬০টিরও বেশি সিবিএ, ননসিবিএ, বেসিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: সিরাজ উল্লাহ, মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য মোহাব্বত আলী খান, কালুরঘাট শিল্পাঞ্চলের আলী আকবর, পতেঙ্গা শিল্পাঞ্চলের মো: ইউনুস, নাসিরাবাদ শিল্পাঞ্চলের মো: হাসান চৌধুরী, বন্দর শ্রমিক ইউনিয়নের ইসকান্দর মিয়া, সিবিএ এর হাবিবুর রহমান, বন্দর শ্রমিক ইউনিয়নের মীর নওশাদ, অগ্রণী ব্যাংকের গাজী জসিম উদ্দিন, দর্জি শ্রমিক লীগের কাঞ্চন দাশ, ঘাটগুদাম শ্রমিক ইউনিয়নের আবদুল খালেদ, টিএন্ডটি শ্রমিক ইউনিয়নের আবদুল মালেক, শ্রমিক নেতা নুরুল ইসলাম, কালিম শেখ, আনোয়ার মির্জা, মো: সালাউদ্দিন, মো: সাদেকুর রহমান, জসিম উদ্দিন রানা, আবু তৌহিদ খান, আবদুল মোনায়েম, সাইবুর রহমান, মো: সেলিম, বিমান বড়ুয়া, মো: মনির হোসেন, মনোয়ার আলী রানা, মো: শাকিল, আশরাফুল ইসলাম টিটু, মোজাম্মেল হোসেন, মো: সেলিম, মো: সোলেমান, মো: তাজুল ইসলাম, মো: খোরশেদ আলম, সরওয়ার আলম চৌধুরী, সাইফুল ইসলাম, এস.এম. শাহজাহান, মো: মালেক মাঝি, নান্নু সিকদার, ইমরান মিয়া প্রমুখ।

রিপোর্ট::সুমন কুমার দে
এ এস/জি এম এম/এস কে ডি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!