বর্তমান কাউন্সিলরেই আস্থা বিএনপির, ৭ জনই অপরিবর্তিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্তমানে বিএনপির দলীয় কাউন্সিলর আছেন সাত জন। তাদের পাঁচজন পুরুষ আর দুই জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর। এবার দলীয় মনোনয়ন ঘোষণার সময় নগর বিএনপি এই সাত জনকে বহাল রেখেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে।

বর্তমান কাউন্সিলর পাঁচজন হলেন- ৫ নম্বর মোহরা ওয়ার্ডে মো. আজম, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আরিফুল হক ডিউক, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে ইয়াসিন চৌধুরী আছু, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে আবুল হাশেম, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ইসমাইল বালী, ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মনোয়ারা বেগম মনি, ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ওয়ার্ডে জেসমিন খানম।

এ ব্যাপারে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, উল্লেখিত ওয়ার্ডগুলোতে যারা কাউন্সিলর হিসেবে আছেন তারা বিএনপির টিকিটেই কাউন্সিলর। মাঠ তাদের চেনা-জানা আছে। তারা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে। তাই আমরা প্রার্থী পরিবর্তন করিনি।

প্রসঙ্গত, বিএনপি ১৯ ও ২০ ফেব্রুয়ারি দলীয় মনোনয়নপত্র বিক্রি করে। ২১ ফেব্রুয়ারি জমা নেয়। ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী দলীয় কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা শেষে ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় তালিকা প্রকাশ করে।

আগামী ২৯ মার্চ (রোববার) চসিকের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চসিক ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার আগেই শনিবার (১৫ ফেব্রুয়ারি) দলীয় প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

ইতোমধ্যে ৪১টি ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।


এফএম/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!