বরকলে হাতির আক্রমণে এক নারীর মৃত্যু

রাঙামাটি বরকল উপজেলার সুভলং ইউনিয়নের দক্ষিণ বরুনাছড়ির ১০ নম্বর গ্রামে বন্য হাতির আক্রমণে এলাকার স্থানীয় সোলাইমান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রহিমা বেগম আত্মীয়ের বাড়ি থেকে তার নিজের বাড়ি ফিরছিলেন । পথে একটি বুনো হাতি তার ওপর আক্রমণ করে। তার চিৎকার শুনে গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। মানুষের উপস্থিতি ও চিৎকার-চেচামেচিতে দীর্ঘক্ষণ পর হাতিটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাতে রহিমা বেগমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জাহাংগীর আলম জানান- বরুনাছড়ি গ্রামের আশেপাশে সব সময় তিন চারটা বুনো হাতি ঘুরা ফেরা করে। খাদ্যের সন্ধানে হাতিরা প্রায়ই গ্রামে ঢুকে পড়ে। কিন্তু গ্রামবাসীরা নানান কৌশলে তাদের তাড়িয়ে দেয়। এতে বন্য হাতিরা ক্ষিপ্ত হয়। প্রতিশোধ নিতে সুযোগ পেলে গ্রামের মানুষের উপর আক্রমণ করে হাতির দল।

বরকল থানার ওসি মফজল আহম্মদ খান ঘটনার সত্যটা স্বীকার করে জানান- হাতির আক্রমনে রহিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!